
নভেম্বর মাসের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের জীবনে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আধার কার্ড, ব্যাঙ্কিং পরিষেবা, পেনশন এবং কলকাতা মেট্রোর সময়সূচিতে একাধিক বদল কার্যকর হচ্ছে আজ থেকেই।
কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট লাইনে শনিবারের পরিষেবায় বড়সড় পরিবর্তন এসেছে। এখন থেকে প্রতি শনিবার ২২৬টি মেট্রো চলবে, আগে চলত ১৮৬টি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, আর শেষ ট্রেন থাকবে রাত ৯টা ৪৫-এ। বিপরীতে সল্টলেক থেকে হাওড়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৭ মিনিটে।
ব্যাঙ্কের ক্ষেত্রেও বদল এসেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়মে এখন থেকে একজন গ্রাহক একসঙ্গে চারজন পর্যন্ত নমিনি নির্ধারণ করতে পারবেন এবং প্রত্যেককে আলাদা শতাংশের ভাগ দেওয়া যাবে। যারা পেনশন পান, তাদের নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, না হলে পেনশন বন্ধ হতে পারে। পাশাপাশি যারা নতুন পেনশন স্কিম থেকে পুরনো স্কিমে ফিরতে চান, তাদেরও এই মাসের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আধার কার্ডের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য আর কোনও ফি লাগবে না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নাম, জন্মতারিখ বা মোবাইল নম্বর আপডেট করতে খরচ হবে ৭৫ টাকা, আর বায়োমেট্রিক ডেটা পরিবর্তনের জন্য লাগবে ১২৫ টাকা।
এসবিআই কার্ড দিয়ে MobiKwik বা CRED-এর মতো অ্যাপে শিক্ষা সম্পর্কিত লেনদেনে এখন থেকে ১ শতাংশ ফি দিতে হবে। ১০০০ টাকার বেশি অর্থ ডিজিটাল ওয়ালেটে যুক্ত করলেও প্রযোজ্য হবে সেই চার্জ। অন্যদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও নতুন লকার চার্জ চালু করার পথে।
এই সব পরিবর্তনের ফলে নভেম্বরের শুরু থেকেই নিত্যদিনের আর্থিক ও প্রশাসনিক কাজকর্মে বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে।
