
ভারত আবারও গড়ল ইতিহাস একসঙ্গে তিন-তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে দেশের ‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার অভিযান’। নারীর প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে চালু এই জাতীয় উদ্যোগটি অল্প সময়েই বিশ্বজোড়া নজির তৈরি করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মাত্র এক মাসে ৩.২১ কোটি মানুষ স্বাস্থ্য প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছেন, যা নিজেই এক বিশ্বরেকর্ড। পাশাপাশি এক সপ্তাহে প্রায় ৯.৯৪ লক্ষ মহিলা অংশ নিয়েছেন অনলাইন স্তন ক্যানসার স্ক্রিনিংয়ে, আর রাজ্যস্তরে ১.২৫ লক্ষ মানুষ যুক্ত হয়েছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় এই দুই ক্ষেত্রেও রেকর্ড ছুঁয়েছে ভারত।
দেশের প্রতিটি জেলায় আয়োজন করা হয়েছে প্রায় ১৯.৭ লক্ষ স্বাস্থ্য শিবির। সেখানে অংশ নিয়েছেন ১১ কোটিরও বেশি মানুষ। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মুখের ক্যানসার, রক্তাল্পতা ও প্রসূতি পরীক্ষায় কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি ২.১৪ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন পরামর্শ ও সুস্থতা শিবিরে।
এই অভিযানে যুক্ত ছিলেন ২০টিরও বেশি মন্ত্রক ও সরকারি-বেসরকারি সংস্থা। পঞ্চায়েত প্রতিনিধি, ছাত্রছাত্রী, স্বনির্ভর গোষ্ঠী ও সমাজের নানা স্তরের মানুষ মিলে এক যৌথ প্রচেষ্টায় গড়ে তুলেছেন নতুন মাইলফলক। ‘পোশন মাস’-এর অংশ হিসেবে সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে অক্টোবরের ২ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলেছে টানা ১৬ দিন।
নারীর স্বাস্থ্য সচেতনতার এই বিশাল প্রয়াস শুধু তিনটি রেকর্ডেই সীমাবদ্ধ নয় এটি দেখিয়েছে কীভাবে ডিজিটাল উদ্ভাবন, প্রশাসনিক সমন্বয় ও জনঅংশগ্রহণ একত্রে একটি দেশের স্বাস্থ্য আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভারতীয় সমাজে নারীর সুস্থতাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক পদক্ষেপ এখন গর্বের প্রতীক হয়ে উঠেছে গোটা জাতির কাছে।
