
ঘূর্ণিঝড় ‘মান্থা’ বিদায় নিলেও বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন নিম্নচাপের সম্ভাবনা। ফলে রাজ্যে বৃষ্টির রেশ কাটলেও পুরোপুরি রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে সক্রিয় নিম্নচাপটি দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। এর ফলে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলক কম হবে। তবে উত্তরবঙ্গে এখনও বজায় থাকবে দুর্যোগের সম্ভাবনা, বিশেষত পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ গঠনের ইঙ্গিত মিলেছে। আগামী ৫ ও ৬ নভেম্বর উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ আকাশ বেশিরভাগ সময়ই রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে দুপুরের পর কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে।
উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকবে।
এদিকে মৌসম ভবন জানিয়েছে, এ বছর অতিবৃষ্টির কারণে শীতের দাপট কিছুটা বেশি হতে পারে, কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে ঠান্ডার আমেজ বোঝা যাবে না। রাতের তাপমাত্রা আপাতত তেমন কমবে না।
সব মিলিয়ে রাজ্যবাসীকে এখনও অপেক্ষা করতে হবে প্রকৃত শীতের জন্য। হাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরের আগে হেমন্তের এই সময়েও বৃষ্টি ও আর্দ্রতার দাপট চলবে, তাই উষ্ণ পোশাকের বদলে ছাতা রাখাই আপাতত সঠিক সিদ্ধান্ত।
