
ভারতের মহাকাশ গবেষণায় আরও এক গর্বের অধ্যায় যুক্ত হল। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো সফলভাবে উৎক্ষেপণ করল ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03। প্রায় ৪,৪০০ কেজি ওজনের এই স্যাটেলাইট সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি মূলত ভারতীয় নৌবাহিনীর যোগাযোগ ও সামুদ্রিক অপারেশনের চাহিদা পূরণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে এলভিএম৩ লঞ্চ ভেহিকেলের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। এই একই যান চন্দ্রযান-৩ মিশনে ভারতকে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করিয়েছিল। CMS-03-এর উৎক্ষেপণকে এলভিএম৩-এর পঞ্চম অপারেশনাল ফ্লাইট হিসেবে গণ্য করা হচ্ছে।
CMS-03 স্যাটেলাইটটি একটি মাল্টি-ব্যান্ড কমিউনিকেশন সিস্টেম, যা ভারতীয় ভূখণ্ডসহ বিশাল সামুদ্রিক অঞ্চলে পরিষেবা দিতে সক্ষম। এর মাধ্যমে নৌবাহিনীর যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নত নেটওয়ার্ক গড়ে উঠবে, যা সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারিতে বিশেষ ভূমিকা রাখবে। তিন স্তরের প্রপেল্যান্ট ব্যবহারের মাধ্যমে স্যাটেলাইটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করা হয়েছে।
প্রায় ৬৪২ টন মোট ভর ও ৪৩.৫ মিটার উচ্চতার এই লঞ্চ ভেহিকেল ১৭৯ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রতি সেকেন্ডে ১০ কিলোমিটার গতিতে CMS-03-কে বিচ্ছিন্ন করে। উৎক্ষেপণের আগে গত ২৬ অক্টোবর থেকেই যানটি প্রি-লঞ্চ অপারেশনের জন্য প্রস্তুত ছিল।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরোর আরেকটি বড় সাফল্য, যা শুধু ভারতের মহাকাশ গবেষণাকেই নয়, প্রতিরক্ষা সক্ষমতাকেও আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
