
নয়াদিল্লিতে শুরু হয়েছে তিন দিনের বিশাল বিজ্ঞান সম্মেলন ‘ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভ (ESTIC) ২০২৫’। সোমবার ভারত মণ্ডপমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নের গতি বাড়াতে এই কনক্লেভকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে ১ লক্ষ কোটি টাকার ‘রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (RDI) স্কিম ফান্ড’।
এই তহবিল আগামী ছয় বছরে দেশের গবেষণা ও উদ্ভাবন খাতে বড়সড় আর্থিক সহায়তা দেবে। প্রথম বছরেই ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কনসোলিডেটেড ফান্ড অব ইন্ডিয়া থেকে। মূল লক্ষ্য, বেসরকারি খাতে গবেষণার পরিকাঠামো তৈরি করা এবং দেশের ডীপ-টেক সেক্টরকে শক্তিশালী ভিত্তি দেওয়া। এতে থাকবে দীর্ঘমেয়াদি স্বল্প সুদের ঋণ, ইকুইটি ইনভেস্টমেন্ট এবং ফান্ড অফ ফান্ডসের মাধ্যমে সরকারি অংশগ্রহণ।
ESTIC ২০২৫-এ অংশ নিচ্ছেন ৩,০০০–এরও বেশি প্রতিনিধি নোবেলজয়ী বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ উদ্যোক্তা ও সরকারি নীতিনির্ধারকরা। তিন দিনের এই সম্মেলনে ১১টি মূল বিষয় নিয়ে আলোচনা হবে—অ্যাডভান্সড মেটেরিয়ালস, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো–ম্যানুফ্যাকচারিং, ব্লু ইকোনমি, ডিজিটাল কমিউনিকেশন, সেমিকন্ডাক্টর, কৃষি প্রযুক্তি, শক্তি, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য প্রযুক্তি, কোয়ান্টাম সায়েন্স এবং মহাকাশ গবেষণা।
এই কনক্লেভের মাধ্যমে গবেষক, শিল্প সংস্থা ও উদ্ভাবকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর দিকেই জোর দেওয়া হচ্ছে, যাতে গবেষণার ফল সরাসরি শিল্পক্ষেত্রে প্রয়োগ করা যায়। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভারতের উদ্ভাবন ইকোসিস্টেমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ বিজ্ঞানীদের জন্য তৈরি করবে নতুন সুযোগের ক্ষেত্র। ESTIC ২০২৫ দেশের বিজ্ঞান–প্রযুক্তির অগ্রযাত্রায় এক ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে।
