
রাজ্যে এসআইআর (SIR) ঘোষণা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই বড় আইনি জয় পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পানিহাটির ‘আত্মঘাতী’ প্রদীপ করের মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির তরফে আয়োজন করা মিছিলে অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন জানান। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দ রাজ্যের আপত্তি খারিজ করে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামীকাল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত মিছিল করা যাবে। সর্বাধিক এক হাজার জন অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে। মিছিল শেষে সংক্ষিপ্ত ভাষণে বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা। আদালত স্পষ্ট করে জানিয়েছে, যাতে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা না হয়, সেদিকে আয়োজকদের খেয়াল রাখতে হবে। একইসঙ্গে পুলিশ প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৫৮ বছরের প্রদীপ কর আত্মহত্যা করার আগে একটি চিরকুট রেখে যান, যেখানে এসআইআর ও এনআরসি আতঙ্কের প্রসঙ্গ উঠে আসে। যদিও ওই লেখার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফরেন্সিক টিম ইতিমধ্যেই হাতের লেখা পরীক্ষা করছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বিজেপির দাবি এই ঘটনা সম্পূর্ণ সাজানো, মানুষকে বিভ্রান্ত করতে এসআইআরকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি ও ভয়। এই প্রেক্ষাপটে প্রদীপ করের এলাকাতেই মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে ফের চরম রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর রাজনৈতিক মহল মনে করছে, এসআইআর ইস্যুতে বিজেপি আরও সক্রিয় পথে নামতে চলেছে।
