
সাত বছর পর অবশেষে তৃণমূল কংগ্রেসে ফিরলেন প্রাক্তন কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে মন্ত্রী অরূপ বিশ্বাস ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীর হাতে উত্তরীয় গ্রহণ করে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এরপর শোভন বৈশাখী সরাসরি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান।
দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকার পর এই প্রত্যাবর্তনে আবেগপ্রবণ হয়ে পড়েন শোভন। তিনি জানান, তৃণমূল তাঁর নিজের ঘর, এই দলে তাঁর আত্মিক সম্পর্ক আজও অটুট। দলে যে দায়িত্বই দেওয়া হোক, তিনি নিষ্ঠার সঙ্গে তা পালন করতে প্রস্তুত।
২০১৮ সালে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা ও কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়েছিলেন শোভন। পরের বছরই তিনি বিজেপিতে যোগ দেন, কিন্তু সেখানকার অবস্থান ছিল অল্পদিনেরই। দলের সঙ্গে দূরত্ব কাটিয়ে তিনি আবার ফিরলেন পুরনো ঘরে। গত সেপ্টেম্বর মাসে অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরই তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা স্পষ্ট হয়েছিল।
এদিকে রাজনৈতিক মহলে নতুন জল্পনা, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে আগামী বিধানসভা নির্বাচনে শোভনকে প্রার্থী করা হতে পারে। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি থাকায় শোভনের নাম এখন আলোচনায়।
তৃণমূলের অন্দরমহলে শোভনের প্রত্যাবর্তনকে দলের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন পর আবার সক্রিয় রাজনীতিতে ফেরা শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন করে উচ্ছ্বাস তৃণমূল শিবিরে। দলের তরফে বার্তা স্পষ্ট, ঘরের ছেলে ঘরে ফিরেছে, এবার লক্ষ্য সংগঠনকে আরও মজবুত করা।
