
ভারত ও আমেরিকার সম্পর্কের নতুন মোড় দেখা যাচ্ছে সাম্প্রতিক কূটনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে। দীর্ঘদিন ধরে চলা শুল্কযুদ্ধ ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেও দুই দেশের নেতৃত্ব এখন ইতিবাচক বার্তা দিচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতকে নিয়ে নতুন করে আলোচনায় বসেছে। দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি ঘিরে জটিলতা কিছুটা প্রশমিত হচ্ছে বলেই কূটনৈতিক মহলের ধারণা। দক্ষিণ কোরিয়া সফরের সময় ট্রাম্প ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ভারতের বাজারে মার্কিন রফতানি বৃদ্ধির দিকেও জোর দিচ্ছেন।
এর আগে আমেরিকা ভারতীয় পণ্যের উপর প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার প্রভাব পড়েছিল দেশীয় রফতানিতে। তবে সাম্প্রতিক আলোচনায় ইঙ্গিত মিলেছে যে, দুই দেশই সেই উত্তেজনা কাটিয়ে নতুন বাণিজ্য ভারসাম্যের পথে হাঁটছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত যোগাযোগ এবং পারস্পরিক সৌহার্দ্যও এই সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। দিল্লি ও ওয়াশিংটনের কূটনৈতিক মহল আশা করছে, এই নতুন উষ্ণতা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে।
