
নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনার পথে ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি জয় করেছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচন, হয়ে উঠেছেন শহরের কনিষ্ঠতম এবং প্রথম মুসলিম মেয়র। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মামদানি বিপুল ব্যবধানে হারিয়েছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কুর্টিস স্লিওয়াকে।
উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানির শিকড় ভারতে। তাঁর মা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং বাবা উগান্ডার লেখক মাহমুদ মামদানি। শৈশব থেকেই নিউ ইয়র্কে বেড়ে ওঠা এই তরুণ রাজনীতিক নিজেকে শহরের মানুষের প্রতিনিধি হিসেবে গড়ে তুলেছেন। নির্বাচনী প্রচারে তিনি শহরের সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানো এবং ভাড়াবাড়িতে থাকা নাগরিকদের স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মামদানির এই জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, বহুসাংস্কৃতিক নিউ ইয়র্কের অন্তর্ভুক্তির প্রতীকও বটে। নানা ধর্ম ও বর্ণের সহাবস্থানে গড়ে ওঠা এই শহর এবার বেছে নিয়েছে এক দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, প্রগতিশীল ভাবধারার তরুণ নেতাকে। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মেয়রের পদে শপথ নেবেন।
নিউ ইয়র্কের রাজনীতিতে তাঁর উত্থান প্রমাণ করে, নতুন প্রজন্ম এখন পরিবর্তনের পথে হাঁটতে চায়। তরুণ নেতৃত্ব, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক সমতা এই তিন প্রতিশ্রুতির উপর ভর করেই মামদানির জয় নিউ ইয়র্কবাসীর কাছে আশার প্রতীক হয়ে উঠেছে।
