
ভুয়ো ভোটার এবং ভোট কারচুপির অভিযোগে ফের সরব রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের দাবি, হরিয়ানাসহ একাধিক রাজ্যে বিজেপি ভোটে ব্যাপক কারচুপি করেছে এবং সেই কারচুপির ফলেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য অনুযায়ী, হরিয়ানার প্রায় ২ কোটি ভোটারের মধ্যে অন্তত ২৫ লক্ষ ভোট নকল, অর্থাৎ প্রতি আটজনের মধ্যে একজন ভুয়ো ভোটার। রাহুলের অভিযোগ, এক মহিলার ছবি ব্যবহার করে ২২টি বুথে আলাদা আলাদা নামে ভোটার আইডি বানানো হয়েছে, এমনকি মৃত ব্যক্তির নামেও ভোট হয়েছে। তিনি বলেন, এই সবই কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত কারচুপি।
কংগ্রেস নেতার দাবি, এই তথ্য প্রমাণ-সহ সামনে এনেও নির্বাচন কমিশন নীরব। বিজেপিকে রক্ষা করতেই এই নীরবতা বজায় রাখা হয়েছে বলে তাঁর অভিযোগ। রাহুলের বক্তব্য, দেশজুড়ে ভোটার তালিকায় এমন সব কারচুপি গণতন্ত্রের প্রতি ভয়াবহ আঘাত। তরুণ প্রজন্মকে সত্যিটা জানানোই তাঁর উদ্দেশ্য।
বিজেপি অবশ্য রাহুলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের তরফে জানানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির মতে, রাহুল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং গণতন্ত্রের প্রতি আস্থা নষ্ট করছেন।
এর আগে আগস্ট মাসে রাহুল বেঙ্গালুরুসহ কয়েকটি কেন্দ্রে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে ‘ভোটার ডিলিশন স্ক্যাম’-এর কথাও প্রকাশ্যে আনেন তিনি। এবার হরিয়ানা নিয়ে তাঁর নতুন অভিযোগ রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কংগ্রেস শিবিরে যেমন রাহুলের অবস্থানকে সমর্থন করা হচ্ছে, তেমনই বিজেপি শিবিরে শুরু হয়েছে পাল্টা আক্রমণ।
দেশের নির্বাচনী প্রক্রিয়া ও ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে রাহুল গান্ধীর এই অভিযোগে।
