
বুধবার বিকেলে মুম্বই থেকে বারাণসী যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ান। মাঝপথে সেই বিমানে বোমা থাকার খবর আসে, সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয় জরুরি অবস্থা। বিমানের পাইলট তৎক্ষণাৎ নিরাপত্তা বিধি মেনে বিমানটিকে লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। বিমানটি অবতরণের পর যাত্রীদের দ্রুত নামিয়ে এনে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।
বিমানটি এরপর একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা তল্লাশি শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলা তল্লাশির পর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে বোঝা যায়, এটি ছিল একটি মিথ্যা সতর্কবার্তা।
সূত্রের খবর, একই সময়ে দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরম ও হায়দরাবাদ বিমানবন্দরেও বোমা সংক্রান্ত ই-মেল আসে। ই-মেলগুলির সময় ছিল বিকেল সাড়ে তিনটার আশপাশে এবং সেগুলি নাকি পাঠানো হয়েছিল একটি বিমান সংস্থার নাম ব্যবহার করে। সব ক’টি ক্ষেত্রেই নিরাপত্তা তল্লাশি চালানো হয় এবং পরে হুমকিগুলি মিথ্যা বলে ঘোষণা করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিমানের যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন এবং সমস্ত নিয়মিত পরীক্ষা শেষে বিমানটি আবার উড়ানের জন্য ছাড়পত্র পাবে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এখন খতিয়ে দেখছে, এই মিথ্যা হুমকিগুলির পেছনে কোনও সংগঠিত সাইবার নাশকতার চক্রান্ত আছে কি না।
গত সপ্তাহেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটির কারণে শতাধিক উড়ান ব্যাহত হয়েছিল। তার পর পরই ফের এই ভুয়ো বোমা আতঙ্ক বিমান চলাচলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
