
বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ফলাফল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ফের ক্ষমতার দরজায় কড়া নাড়ছে বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’-র সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ১২১ থেকে ১৪১টি আসন। অন্যদিকে, মহাগঠবন্ধনের ঝুলিতে থাকতে পারে ৯৮ থেকে ১১৮টি আসন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি কার্যত প্রভাবহীন, সর্বোচ্চ দু’টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে বলে পূর্বাভাস।
রাজ্যের বিভিন্ন অঞ্চলে সমীক্ষা ইঙ্গিত করছে মিথিলাঞ্চল ও পাটলিপুত্র-মগধ অঞ্চলে এনডিএর প্রভাব তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে সীমাঞ্চলে মহাগঠবন্ধন কিছুটা শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছে। ভোট বিশ্লেষণে দেখা গিয়েছে, নারী ভোটারদের বড় অংশ উন্নয়ন ও প্রশাসনিক স্থিতিশীলতার পক্ষে এনডিএকে সমর্থন করেছেন।
ভোট-পরবর্তী বিশ্লেষণে শিক্ষিত ও কর্মজীবী শ্রেণিরও এনডিএর প্রতি অনুকূল মনোভাব লক্ষ্য করা গেছে। যদিও তরুণ ভোটারদের একাংশ পরিবর্তনের প্রত্যাশায় মহাগঠবন্ধনের দিকে ঝুঁকেছেন, তবু সামগ্রিক চিত্রে এনডিএ এগিয়ে রয়েছে।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক শিবিরে জোর চর্চা শুরু হয়েছে এই ফলাফল ঘিরে। বিজেপি শিবিরে উৎসবের প্রস্তুতি, অন্যদিকে মহাগঠবন্ধন শিবিরে ‘চূড়ান্ত ফলাফলের অপেক্ষা’। ভোটগণনা হবে আগামী ১৪ নভেম্বর, আর সেদিনই স্পষ্ট হবে বিহারের রাজনৈতিক ভাগ্যরেখা পুনরায় কি ফিরবে নীতীশ-নেতৃত্বাধীন জোট, নাকি ঘটবে অঘটন।
