
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা রোহিত শর্মা আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (MCA) তাঁর উপলব্ধতার কথা জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কড়া নির্দেশিকার পরই এই সিদ্ধান্ত নিলেন তিনি।
জানা গেছে, সিনিয়র খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ফিটনেস বজায় রাখার জন্য ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক করে একটি নির্দেশিকা দিয়েছে বিসিসিআই। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিত শর্মা (এবং বিরাট কোহলি)-কে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ওয়ানডে দলের অংশ থাকতে হলে তাঁদেরকে অবশ্যই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে।
বিসিসিআইয়ের এই শর্ত মেনে নিয়েই রোহিত শর্মা এমসিএ-কে জানিয়েছেন যে তিনি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ৫০ ওভারের এই টুর্নামেন্টে খেলবেন। ডিসেম্বরের ২৪ তারিখ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টটি ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ (ডিসেম্বর ৩-৯) এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ (জানুয়ারি ১১ থেকে)-এর মাঝের একমাত্র ঘরোয়া ৫০ ওভারের উইন্ডো।
বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলা রোহিত শর্মার এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের কাছে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এর মাধ্যমে তিনি ম্যাচ ফিটনেস বজায় রাখার পাশাপাশি মুম্বইয়ের তরুণ খেলোয়াড়দেরও উৎসাহ দেবেন।
বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফিতে খেলার বিষয়ে তাঁর দলের (দিল্লি) কাছ থেকে এখনও কোনো খবর নেই।
