
আন্তর্জাতিক ক্ষেত্রে আরও একবার রাজ্যের মুখ উজ্জ্বল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাপানের ঐতিহ্যবাহী ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে প্রদান করা হল ‘সাম্মানিক ডি.লিট.’ উপাধি। বুধবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এক বিশেষ অনুষ্ঠানে ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন।
জানা গিয়েছে, ওকায়ামা বিশ্ববিদ্যালয় এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিন উপস্থিত ছিলেন দুই দেশের শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা। ১৮৭০ সালে প্রতিষ্ঠিত ওকায়ামা বিশ্ববিদ্যালয় জাপানের প্রাচীনতম ও অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই এই ডি.লিট. সম্মান প্রদান করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই বাংলার দুই বিশ্ববিদ্যালয় ও জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাধিক যৌথ গবেষণা প্রকল্প শুরু হয়েছে। এর ফলে ছাত্রছাত্রী ও গবেষকদের আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে দুই দেশের শিক্ষা ও সংস্কৃতির ঐক্য এবং পারস্পরিক বন্ধুত্বের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়।
ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের এই সম্মান প্রাপ্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ সংযোজন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
