
তিন বছর তিন মাস উনিশ দিনের দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বাড়ি ফেরার পর দিনই তিনি নিজের এলাকার মানুষের উদ্দেশে এক খোলা চিঠি লেখেন, যা এখন রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি করেছে।
বেহালার বাড়িতে ফিরে প্রাক্তন মন্ত্রীকে দেখা গেছে প্রশাসনিক কাজে সক্রিয় হতে। বুধবার সকালেই তিনি পূরণ করেন SIR-এর এনুমারেশন ফর্ম, যা তাঁর রাজনৈতিক সক্রিয়তার নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন অনেকেই। চিঠিতে তিনি বেহালার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের সমর্থনের কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, মিথ্যা অভিযোগের জেরে তাঁর সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি চান, এলাকার মানুষই যেন তাঁর হারানো ভাবমূর্তি ফের পুনরুদ্ধার করেন।
অন্যদিকে, জেল থেকে মুক্তির পর পার্থ চট্টোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের কাছেও চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি নিজের সাসপেনশন প্রসঙ্গে ব্যাখ্যা চেয়েছেন এবং জানতে চেয়েছেন, কোন ধারায় তাঁকে দল থেকে সরানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মধ্য দিয়েই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছেন।
বেহালায় তাঁর এই হঠাৎ তৎপরতা এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ দেখে অনেকেই মনে করছেন, পার্থ চট্টোপাধ্যায় ধীরে ধীরে ফের রাজনীতির ময়দানে সক্রিয় হচ্ছেন। তিন বছরের বেশি সময় পর বাড়ি ফিরে তাঁর এই খোলা চিঠি এখন বেহালার রাজনৈতিক আড্ডায় সবচেয়ে আলোচিত বিষয়।
