
রাজধানীর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর আহতদের দেখতে বুধবার দুপুরে এলএনজেপি হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটান সফর শেষ করে দেশে ফিরেই সরাসরি হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন ও দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেন তিনি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং চিকিৎসা পরিষেবা ব্যবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে লালকেল্লার ট্রাফিক সিগন্যালের কাছে একটি ধীরগতির যানবাহনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন, গুরুতর আহত হন বহু মানুষ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে এই বিস্ফোরণকে সন্ত্রাসমূলক হামলা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, ঘটনার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন ও চিকিৎসার তত্ত্বাবধানের নির্দেশ দেন। ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
