
কানাডার নাইয়াগারা-অন-দ্য-লেক শহরে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বুধবারের এই আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে জোর দেওয়া হয়। বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক ইস্যু নিয়েও মতবিনিময় হয়, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার অস্থিরতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জি-৭ সম্মেলনের আয়োজক কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গেও জয়শঙ্করের আলাদা বৈঠক হয় মঙ্গলবার রাতে। সেখানে ভারত-কানাডা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এটি ছিল চলতি বছরে দুই মন্ত্রীর তৃতীয় বৈঠক, যা দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক গতির ইঙ্গিত দেয়।
বুধবারের বৈঠকের ধারাবাহিকতায় জয়শঙ্কর জার্মানি, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল বারোর সঙ্গে তাঁর আলোচনায় কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে জোর দেওয়া হয়।
একই দিনে জার্মান মন্ত্রী জোহান ওয়াডেপহুল ও ব্রাজিলের মাউরো ভিয়েরার সঙ্গেও ভারতের মন্ত্রীর বৈঠক হয়। মেক্সিকোর প্রতিনিধি হুয়ান রামন দে লা ফুয়েন্তের সঙ্গে বৈঠকে বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া কানাডার সাসকাচুয়ান প্রদেশের প্রিমিয়ার স্কট মোওও জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জি-৭ বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ভারতের সক্রিয় সংযোগ এই সম্মেলনকে দিল্লির কূটনৈতিক পরিসরে আরও তাৎপর্যপূর্ণ করেছে। জয়শঙ্করের ব্যস্ত সূচি ইঙ্গিত দিচ্ছে নতুন ভূরাজনৈতিক ভারসাম্যের যুগে ভারত এখন বৈশ্বিক আলোচনার এক কেন্দ্রীয় শক্তি।
