
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। কিন্তু তার আগেই কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার অনুশীলনের পরই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল পিচের অবস্থা দেখে সন্তুষ্ট হননি বলে জানা গেছে।
অনুশীলন শেষে গম্ভীর, গিল এবং ব্যাটিং কোচ সীতানশু কোটাক দীর্ঘ সময় ধরে পিচ পর্যবেক্ষণ করেন। এরপরই তাঁরা সরাসরি কিউরেটর সুজন মুখার্জিকে ডেকে আলোচনা করেন প্রায় পনেরো মিনিট ধরে। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ম্যানেজমেন্ট চায় পিচে যেন স্পিনারদের বাড়তি সুবিধা মেলে। তাঁদের পরিকল্পনা, ম্যাচ যত এগোবে, উইকেট তত ভাঙবে এবং টার্ন বাড়বে যাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে ফেলা যায়।
বর্তমানে ইডেনের পিচে হালকা ঘাস রয়েছে, তবে উপরের স্তর খানিক শুষ্ক। এতে প্রথম দুই দিন পেসারদের জন্য সহায়ক হলেও পরে ধীরে ধীরে স্পিনারদের পক্ষে অবস্থান বদলাতে পারে। কিউরেটর জানিয়েছেন, এটি এমন একটি পিচ হবে যেখানে ব্যাটার, পেসার এবং স্পিনার সবাই সুযোগ পাবে। তবে ঘরের দলের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সামঞ্জস্য রাখার চেষ্টাও চলবে।
এদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক ও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও মঙ্গলবার বিকেলে পিচ পরিদর্শনে যান। তাঁর উপস্থিতিতে প্রস্তুতি আরও গুরুত্ব পায়। ফলে শুক্রবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের আগে ইডেনের মাটিতে এখন উত্তেজনার পারদ চড়ছে। ক্রিকেটপ্রেমীদের নজর, শেষ পর্যন্ত পিচের আচরণ কোন দলের পক্ষে যায় গম্ভীর-গিলের পরিকল্পনা সফল হয়, নাকি দক্ষিণ আফ্রিকার পেসাররা পরিস্থিতি ঘুরিয়ে দেন। সব মিলিয়ে টেস্টের আগেই ইডেনের পিচ যেন এক নতুন নাটকীয়তার কেন্দ্রবিন্দু।
