
নতুন দিল্লির রেড ফোর্টের বাইরে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া হোয়াইট হুন্ডাই গাড়ি বিস্ফোরণে ড্রাইভারের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। ফরেনসিক পরীক্ষা অনুযায়ী, বিস্ফোরণের সময় গাড়ির স্টিয়ারিং ও এক্সিলারেটরের মধ্যে ধরা থাকা পায়ের DNA মিলিয়ে ৩৫ বছর বয়সী পুলওয়ামার ড্র. উমার উন নবি দায়ী প্রমাণিত হয়েছে। উমার নবি হরিয়ানার ফারিদাবাদে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, নবি বিস্ফোরণের আগে ফারিদাবাদে একটি হুন্ডাই i20 গাড়ি কিনেছিলেন। তার সঙ্গে ড্র. মুযাম্মিল শাকিল গনাই ও ড্র. আদিল রাথরের যোগসূত্র রয়েছে, যারা ফারিদাবাদে প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটর, টাইমার ও অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। বিস্ফোরণের আগে নবি ওই বিস্ফোরক নিয়ে দিল্লিতে গোপন ছিলেন।
CCTV ফুটেজে দেখা গেছে, নবি বদরপুর বর্ডার, কনট্রাগ্ট প্লেস, তুর্কমান গেট ও রেড ফোর্টের আশেপাশে গাড়ি চালাচ্ছিলেন। বিস্ফোরণের সময় তিনি একাই ছিলেন। উদ্ধার হওয়া গাড়ি ও তার অন্য গাড়ি রেড ইকোসপোর্টে বিস্ফোরক সরবরাহে ব্যবহার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, DNA মিল এই মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে এবং নবির সরাসরি সংশ্লিষ্টতা নিশ্চিত করবে। বিস্ফোরণটি শুধু একটি সন্ত্রাসী ঘটনা নয়, এটি রাজধানীর কেন্দ্রে সংঘটিত এক ভয়াবহ নৃশংস হামলা।
ফারিদাবাদ ও দিল্লির তদন্তকারী সংস্থাগুলো মিলে বিস্ফোরণের পেছনের পুরো চক্র উদঘাটনে কাজ করছে। তদন্তে শিক্ষিত পেশাজীবীদের সন্ত্রাসী কার্যকলাপের দিকেও আলোকপাত হয়েছে। পুলিশ ও NIA দ্রুততম সময়ে সংশ্লিষ্টদের চিহ্নিত করার চেষ্টা করছে।
