
রাজ্যে ভোটার তালিকা পরিশোধনের প্রক্রিয়া এসআইআর এখন জোরকদমে চলছে। এরই মধ্যে আগামী সপ্তাহে কলকাতায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। মূল লক্ষ্য হবে এসআইআর-এর অগ্রগতি খতিয়ে দেখা এবং ভোটার তালিকা যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে তা নিশ্চিত করা। ১৮ নভেম্বর তারা কলকাতায় পৌঁছবেন এবং ২১ নভেম্বর নির্ধারিত এফএলসি কর্মশালায় যোগ দেবেন। দলের সঙ্গে থাকবেন জ্ঞানেশ ভারতী, এস বি জোশি, মালয় মল্লিক এবং অভিনব আগরওয়াল। কর্মশালায় উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ কর্তারা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিভিন্ন জেলার ডিইও-রা এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা।
ইতিমধ্যে রাজ্যজুড়ে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৭.৪৫ কোটি ফর্ম বিলি হয়েছে, যা মোটের ৯৭ শতাংশেরও বেশি। তবে কমিশনের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে, এখনও প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রে ফর্ম বিতরণের হার ৭৫ শতাংশের নীচে। শিলিগুড়ি, তপন, পলাশিপাড়া, রানাঘাট উত্তর-পূর্ব, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব-পশ্চিম, হাওড়া উত্তর-দক্ষিণ, আলিপুরদুয়ার– এই সব কেন্দ্রে গতি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। লক্ষ্য ৪ ডিসেম্বরের মধ্যেই ১০০ শতাংশ ফর্ম বিতরণ সম্পন্ন করা।
যে সব এলাকায় ফর্ম বিতরণে পিছিয়ে রয়েছে, সেখানে ইতিমধ্যেই ইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন সিইও মনোজ আগরওয়াল। পাশাপাশি আধার তথ্য যাচাইকে গুরুত্ব দিতে বলা হয়েছে। আধার অনুযায়ী মৃত ব্যক্তির নামে যদি ফর্ম জমা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইআরও ইন-পার্সন ভেরিফিকেশন করে সিদ্ধান্ত নেবেন ফর্ম গ্রহণযোগ্য হবে কি না।
রাজ্যের বিভিন্ন জেলায় ফর্ম বিলি নিয়ে অভিযোগও উঠেছে। কিছু জায়গায় বিএলওদের উপর অতিরিক্ত চাপের অভিযোগ পাওয়া গেলেও কমিশন জানিয়েছে, কাজ নির্ধারিত সময়েই শেষ করতে হবে। প্রতিনিধি দলের সফরের আগে তাই প্রশাসন আরও জোরদার প্রস্তুতি নিচ্ছে, যাতে এসআইআর প্রক্রিয়ার গতি ও স্বচ্ছতা বজায় থাকে।
