
ইরান ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে। ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের আর ভিসা ছাড়া ইরানে প্রবেশ বা ট্রানজিটের অনুমতি থাকবে না। তেহরানের এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে সামনে এসেছে জালিয়াতি, মানবপাচার ও অপহরণের একাধিক ঘটনা, যা সাম্প্রতিক মাসগুলোতে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে ইরান ভিসামুক্ত প্রবেশ চালু করেছিল। ১৫ দিনের এই সুযোগ ছিল কেবল পর্যটনের উদ্দেশ্যে, চাকরি বা ট্রানজিটের জন্য নয়। তবে এই সুবিধাকেই ব্যবহার করে বিভিন্ন দালালচক্র ভারতীয় যুবকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠাচ্ছিল। কাগজে-কলমে পর্যটক হিসেবে পাঠানো হলেও সেখানে পৌঁছেই বহু মানুষ অপহরণ ও চাঁদাবাজির শিকার হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া কর্মসংস্থানের লোভ দেখিয়ে অসংখ্য নাগরিককে ইরানে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকে তৃতীয় দেশে যাওয়ার স্বপ্নে দালালদের কথা বিশ্বাস করে ইরান পৌঁছে বিপদে পড়েছেন। এমনই এক ঘটনায় পাঞ্জাবের তিন যুবক দুবাই-ইরান রুটে অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করলে পৌঁছেই তাদের অপহরণ করা হয়। পরিবার থেকে কোটি টাকার মুক্তিপণ দাবি করা হয়। ভারত সরকারের চাপের পর তাদের উদ্ধার করা সম্ভব হয়।
ইরানের সিদ্ধান্তের পর ভারতীয়দের জন্য এখন থেকে ভিসা ছাড়া প্রবেশ অসম্ভব হবে। যে কোনো ভ্রমণে ভিসা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে দালালচক্র এই সুযোগ আর কাজে লাগাতে না পারে। পাশাপাশি নাগরিকদের সতর্ক থাকতে ও ভিসামুক্ত ট্রানজিট বা দ্রুত বিদেশ পাঠানোর প্রলোভনে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারত-ইরান উভয় দেশই আশা করছে, এই কঠোর পদক্ষেপের ফলে মানবপাচার ও প্রতারণা কমবে এবং বৈধ ভ্রমণ আরও নিরাপদ হবে।
