
দীর্ঘদিনের আর্থিক সংকট মোকাবিলার পথে বড় অগ্রগতি ঘোষণা করল আইএলঅ্যান্ডএফএস ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কস লিমিটেড (আইটিএনএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ সম্পদ চেনানি–নাশরি টানেলওয়ে লিমিটেড (সিএনটিএল) সিঙ্গাপুরভিত্তিক কিউব হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার II–এর কাছে হস্তান্তর প্রক্রিয়া বৃহস্পতিবার সম্পূর্ণ হয়েছে। প্রায় ৬,১৪৫ কোটি টাকার এই চুক্তি আইএলঅ্যান্ডএফএস গোষ্ঠীর অন্যতম বড় রেজুলিউশন বলে বিবেচিত হচ্ছে।
চুক্তি অনুযায়ী কিউব হাইওয়েজ মোট ৫,৪৫৪ কোটি টাকার ঋণ পরিশোধ করবে, যা বহু সরকারি ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং কর্পোরেট ঋণদাতাদের বকেয়া। সংস্থাটি জানিয়েছে, ঋণদাতাদের প্রতি প্রতিষ্ঠানের বকেয়া নিষ্পত্তি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে। সিএনটিএল সংস্থাটি আইটিএনএল–এর সহযোগী প্রতিষ্ঠানের মর্যাদা হারিয়েছে এবং কিউব হাইওয়েজ তাদের নিজস্ব প্রতিনিধিদের পরিচালনা পর্ষদে নিয়োগ করেছে।
আইএলঅ্যান্ডএফএস–এর বক্তব্য, সিএনটিএল হচ্ছে তাদের সড়ক পরিকাঠামো পোর্টফোলিওর অন্যতম বড় প্রকল্প, ফলে এই চুক্তি সম্পন্ন হওয়া তাদের সার্বিক ঋণ পুনর্গঠন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্থার হিসাব অনুযায়ী, ঋণদাতারা ঋণের গুরুত্ব বা অগ্রাধিকারের ভিত্তিতে তাদের মোট পাওনার ৯৮ থেকে ১২৪ শতাংশ পর্যন্ত উদ্ধার করতে পারবেন। প্রধান ঋণদাতাদের মধ্যে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ক্যানারা ব্যাংক, ডয়েচে ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, জম্মু ও কাশ্মীর ব্যাংক, ফেডারেল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক এবং ইউকো ব্যাংক।
এই চুক্তি সম্পন্ন হওয়ার ফলে আইএলঅ্যান্ডএফএস গোষ্ঠীর মোট মুক্ত হওয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াল ৪৮,০০০ কোটিরও বেশি, যা ২০২৫ সালের মার্চে ঘোষিত ৪৫,০০০ কোটির তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। দীর্ঘমেয়াদি আর্থিক পুনর্গঠন কার্যক্রমে এই সাফল্য প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা ফেরানোর পথে একটি বড় আশা জাগাচ্ছে।
