
কানাডায় ছয় মাসের ভিসায় আসা ৫১ বছর বয়সী ভারতীয় নাগরিক জগজিৎ সিংকে দুই কিশোরীকে হেনস্থা করার অভিযোগে দোষী সাব্যস্ত করে দেশ থেকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই মাসে নবজাতক নাতি দেখতে অন্টারিও পৌঁছান সিং। এরপর স্থানীয় হাই স্কুলের ধূমপানের এলাকা ঘনঘন ঘুরে মেয়েদের সঙ্গে অনৈতিক আচরণ শুরু করেন।
সেপ্টেম্বর ৮ থেকে ১১ তারিখের মধ্যে তিনি কয়েকজন কিশোরীর কাছে ছবি তোলার চেষ্টা করেন এবং মাদক ও মদ্য সম্পর্কিত কথাও বলতেন। এক কিশোরী প্রথমে ছবি তুলতে অস্বীকার করলেও বাধ্য হয়ে ছবি নেন। এরপর সিং তার ব্যক্তিগত জায়গায় ঢুকে মেয়েটির পাশে হাত রাখার চেষ্টা করেন। মেয়েটি তা ঠেলে দূরে সরান। তদন্তে দেখা যায়, তিনি স্কুলের বাইরে মেয়েদের অনুসরণও করেছেন।
সেপ্টেম্বর ১৬ তারিখে সিংকে গ্রেপ্তার করা হয় এবং যৌন হস্তক্ষেপ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়। কিছুদিন পর নতুন অভিযোগে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি যৌন হস্তক্ষেপ অস্বীকার করেন, তবে কম গুরুতর অপরাধ ক্রিমিনাল হ্যারাসমেন্টে দোষী সাব্যস্ত হন।
আদালত তার আচরণ অগ্রহণযোগ্য ঘোষণা করে। তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং কানাডায় পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও তিন বছরের প্যারোল সময়ে কিশোরীদের সঙ্গে যোগাযোগ, তাদের বাসভবন বা স্কুলের কাছে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র নবজাতক নাতির সঙ্গে যোগাযোগের অনুমতি রয়েছে।
স্থানীয় প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, স্কুল ও শিক্ষার্থীর নিরাপত্তা সংক্রান্ত অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।
