
কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে ফের জোরদার আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে রাজ্যের দাবি আদায়ের জন্য নতুন করে দিল্লি অভিযানের প্রস্তুতির সংকেত দিয়েছেন। পার্লামেন্টের চলতি অধিবেশনের সময়েই অনুষ্ঠিত হবে এই বৃহত্তর বিক্ষোভ কর্মসূচি। লক্ষ্য মনরেগা, গ্রামীণ উন্নয়ন ও জল জীবন মিশনের মতো প্রকল্পে আটকে থাকা রাজ্যের পাওনা নিশ্চিত করা।
রাজ্যের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র এখনও মনরেগার বরাদ্দ ছাড়েনি। এর ফলে রাজ্যের হাজার হাজার শ্রমিক কার্যত টাকাহীন অবস্থায় বিপাকে পড়েছেন। তৃণমূলের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে তহবিল আটকে রেখে রাজনৈতিক বৈষম্য করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের পালটা বক্তব্য প্রকল্পে অনিয়মের কারণেই টাকাপ্রদান স্থগিত। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
অভিষেক এবার দিল্লিতে আরও বৃহত্তর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন। জানা গিয়েছে, সাংগঠনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। জেলার নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বিক্ষোভের রূপরেখা ঠিক করা হচ্ছে। সংসদ অধিবেশনের মধ্যেই দুটি প্রতিনিধিদল কেন্দ্রীয় মন্ত্রকের দরবারে যাওয়ার পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে তৃণমূল ফের বকেয়া টাকার বিষয়কে সামনে এনে কেন্দ্রকে চাপে ফেলতে চাইছে। তবে তৃণমূলের দাবিতে এটি নিছক রাজনীতি নয়, বরং রাজ্যের অধিকার ও শ্রমিকদের ন্যায্য পাওনার লড়াই।
সব মিলিয়ে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দিল্লিতে এই আন্দোলন রাজ্য-রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করতে পারে।
