
দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। শপথ গ্রহণের পর তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিতেই ঘটে এক বিরল ঘটনা, যা তাক লাগিয়ে দেয় উপস্থিত সকলকে।
রাষ্ট্রপতি ভবনের পোর্টিকোয় দাঁড়িয়ে ছিলেন নতুন প্রধান বিচারপতি। ঠিক সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য বরাদ্দ মার্সিডিজ বেঞ্জ এগিয়ে আসে। গাড়িটি দেখে প্রথমে সূর্য কান্ত ভেবেছিলেন, এতে করে বাড়ি ফিরবেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই। কিন্তু গাড়ি থেকে নেমে চালক নতুন প্রধান বিচারপতিকে উঠতে অনুরোধ করেন। তিনি জানান, গাভাই নিজেই নির্দেশ দিয়েছেন যাতে শপথ নেওয়ার পর থেকেই এই গাড়ি নতুন প্রধান বিচারপতির জন্য ব্যবহৃত হয়।
জানা যায়, গাভাই রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন ওই সরকারি গাড়িতেই। কিন্তু ফিরে যাওয়ার সময় নিজের ব্যক্তিগত গাড়িতে চেপে বাড়ি ফেরেন। সুপ্রিম কোর্ট সূত্রের মতে, এই পদক্ষেপ বর্তমান সময়ের তুলনায় এক অনন্য নজির। অবসরের দিনে গাভাইয়ের শেষ অফিস ডে ছিল রবিবার। আইন অনুযায়ী নতুন প্রধান বিচারপতি শপথ না নেওয়া পর্যন্ত দায়িত্ব তাঁরই থাকার কথা। তবু তিনি নিজের সুবিধা ত্যাগ করে দায়িত্বের গাড়ি নতুন প্রধান বিচারপতির হাতে তুলে দিয়ে দিলেন যেদিন থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করলেন।
ওয়াকিবহালমহলের মতে, গাভাইয়ের এই সিদ্ধান্ত এক ধরণের বার্তা। দেশে বহু প্রভাবশালী ব্যক্তি অবসরের পরও সরকারি বাড়ি বা গাড়ি ছাড়তে চান না। দিল্লিতে তো একাধিকবার পুলিশ পর্যন্ত নামতে হয়েছে দখলদারদের উচ্ছেদ করতে। প্রাক্তন প্রধান বিচারপতিদের মধ্যেও অনেকে দীর্ঘদিন সরকারি বাংলো ধরে রাখার নজির রয়েছে। সেই প্রেক্ষাপটে গাভাইয়ের এই আচরণকে এক দায়িত্বশীল উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে।
নতুন প্রধান বিচারপতি হিসেবে সূর্য কান্তের যাত্রা শুরু হল এক অনন্য সৌজন্যতার মুহূর্তকে সাক্ষী করে।
