
যুক্তরাজ্যের কর কাঠামো বদলের প্রভাব এবার স্পষ্টভাবে সামনে আসছে। ভারতীয় বংশোদ্ভূত স্টিল শিল্পপতি লক্ষ্মী এন মিত্তালের দেশত্যাগের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রিটেনে ধনীদের ক্রমবর্ধমান দেশছাড়ার প্রবণতা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। দেশটির ব্যবসা ও বাণিজ্য সচিব পিটার কাইল স্বীকার করেছেন সরকারি করবৃদ্ধি ও নন-ডম সুবিধা বাতিলের ফলে বহু উচ্চসম্পদশালী ব্যক্তি যুক্তরাজ্য ছাড়ছেন।
লেবার সরকারের নেওয়া নতুন আর্থিক পদক্ষেপে গত বছরে ব্যবসা কর বাড়ানো হয় এবং নন-ডম ব্যবস্থা তুলে দেওয়া হয়। এই নীতির কারণে বিদেশি ধনীদের জন্য আগের মতো কর সুবিধা আর নেই। এ পরিস্থিতিতে অনেকে বেশি সুবিধাজনক কর পরিবেশের দেশ খুঁজছেন। নতুন বাজেটে প্রায় ৩০ বিলিয়ন পাউন্ড কর বৃদ্ধি ও ব্যয় কমানোর প্রস্তাব থাকায় উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে মিত্তাল সুইজারল্যান্ডে কর নিবাস বদলে সেখানে বসবাস শুরু করেছেন এবং সময় কাটাবেন দুবাইতেও। তার মতো বহু উদ্যোক্তা ও বিনিয়োগকারী যুক্তরাজ্য ছাড়ছেন করের বাড়তি চাপের কারণে। শুধু ধনীরা নয়, ডাক্তার থেকে শুরু করে স্টার্টআপ উদ্যোক্তারাও বিদেশমুখী। পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় অনেক উদ্ভাবনী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। এই বাস্তবতা বদলাতে ব্রিটেন সরকার আর্থিক বাজার পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে।
বাজারে ধারণা কর কাঠামো কঠোর হতে থাকলে ধনীদের দেশত্যাগ আরও বাড়তে পারে। যুক্তরাজ্যের অর্থনীতির জন্য এটি বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
