
কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে এবার আয়োজিত হতে চলেছে বিরল মহাযজ্ঞ পাঁচ লক্ষ মানুষের একযোগে গীতা পাঠ। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর সকাল ৯টায় এই বিশাল আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও অংশগ্রহণকারীদের উপস্থিতির মাধ্যমে গীতা পাঠকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মাধ্যমে সনাতন ধর্মের প্রচার, সংস্কৃতির সংরক্ষণ এবং সমাজে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলাই মূল উদ্দেশ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মভূষণপ্রাপ্ত পরমপূজনীয়া মূর্তি সাধ্বী ঋতম্ভরা এবং বাগেশ্বরধাম সরকার সম ধীরেন্দ্র শাস্ত্রী। আধ্যাত্মিক জগতের এই বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠান ঘিরে উৎসাহ আরও বেড়েছে।
আয়োজকদের তরফে প্রধানমন্ত্রীর পাশাপাশি লোকসভা অধ্যক্ষকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকেও আমন্ত্রণ পাঠানোর প্রস্তুতি চলছে। বিপুল আকারের এই অনুষ্ঠানের কারণে প্রশাসনিক পর্যায়ে নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য আলাদা পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হলেও আয়োজকদের দাবি, এ উদ্যোগের সঙ্গে ২০২৬ সালের নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তাঁদের বক্তব্য, এটি সম্পূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু মানুষের একত্রিত অংশগ্রহণের মাধ্যমে গীতা শিক্ষার বার্তা সমাজে নতুনভাবে ছড়িয়ে পড়বে বলেই আশা।
ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই উদ্যোগ ইতিমধ্যেই শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
