
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা কার্যকর করতে সম্মতি জানিয়েছে। আদালত গত ১৫ অক্টোবর নির্দেশ দেয় যে সংবিধানের ২৫.৩ (সি) এবং ২৫.৩ (ডি) ধারা তিন সপ্তাহের মধ্যে গ্রহণ করতে হবে। এই দুই ধারার ফলে জাতীয় ও রাজ্য ফুটবল সংস্থায় একই ব্যক্তির একসঙ্গে পদাধিকার নিষিদ্ধ হল।
নির্ধারিত সময় পার হলেও সোমবার অনলাইন বৈঠকে এআইএফএফ আনুষ্ঠানিকভাবে ধারাগুলি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন ধরে ফুটবল প্রশাসনে দ্বৈত পদাধিকার নিয়ে অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছিল। একই ব্যক্তি একাধিক পদে থাকলে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি হওয়া ছাড়াও ক্ষমতার কেন্দ্রীকরণের আশঙ্কা দেখা দিত। নতুন বিধান কার্যকর হওয়ায় সেই বিতর্কের সমাধান ঘটল।
এই সিদ্ধান্তে ফুটবল পরিচালনায় নতুন স্বচ্ছতা আসবে বলে প্রশাসনিক মহল মনে করছে। রাজ্য ও জাতীয় স্তরের দায়িত্ব আলাদা হওয়ায় কাজের গতি বাড়বে এবং প্রতিটি স্তরে দায়িত্বশীলদের জবাবদিহিতা আরও নিশ্চিত হবে। নতুন বিধির ফলে তরুণ প্রশাসকরাও নেতৃত্বে উঠে আসার বেশি সুযোগ পাবেন।
তবে বর্তমান সভাপতি কল্যাণ চৌবে এই বিধির আওতায় আপাতত পড়ছেন না। তাঁর মেয়াদ শেষ হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। তাই তত দিন তিনি সভাপতির পদে বহাল থাকবেন। তাঁর কার্যকাল শেষ হলে তিনিও নতুন সংবিধানের নিয়মের আওতায় চলে আসবেন।
ফেডারেশনের এই পদক্ষেপকে ভারতীয় ফুটবলের কাঠামোগত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আইনি স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলা স্থাপনে এটি ভবিষ্যতে দেশীয় ফুটবলের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা ক্রীড়ামহলের।
