
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে গুজরাতের ব্যাটার উর্বিল পটেল আবারও বিস্ফোরক ইনিংস খেললেন। হায়দরাবাদে সার্ভিসেসের বিরুদ্ধে মাত্র ৩১ বলে শতরান পূর্ণ করে তিনি ভেঙে দিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশীর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ১৮৩ রান তাড়া করতে নেমে উর্বিল ৩৭ বলে ১১৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং ১০টি ছক্কা। ওপেনিংয়ে আর্য দেশাইয়ের সঙ্গে মাত্র ১১ ওভারের একটু বেশি সময়েই ১৭৪ রানের দুরন্ত জুটি গড়েন দুই ব্যাটার। আর্য খেলেন ৩৫ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস।
উর্বিলের এর আগে দ্রুততম শতরানের রেকর্ডও দেশের ঘরোয়া ক্রিকেটে ছিল। গত বছর ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন তিনি। আরও একটি বল হাতে থাকলে সে রেকর্ড আরও উন্নত করার সুযোগ ছিল, কিন্তু অল্পের জন্য তা হয়নি। অভিষেক শর্মারও ২৮ বলে শতরান রয়েছে পঞ্জাবের হয়ে। তবে বৈভবকে পেছনে ফেলতেই পেরেছেন উর্বিল। কয়েক দিন আগে রাইজ়িং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে ৩২ বলে শতরান করেছিলেন বৈভব। বুধবার ইডেনে বিহারের হয়ে নেমার আগেই তাঁর সেই নজির মুছে গেল।
আইপিএলে উর্বিলের পথচলা ছিল আরও চিত্তাকর্ষক। নিলামে দল না পেলেও গত মরসুমে মাঝপথে চেন্নাই সুপার কিংস তাঁকে দলে টানে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে নিজের প্রথম ম্যাচে মাত্র ১১ বলে ৩১ রান করেছিলেন তিনি। পরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯ বলে ৩৭ রানের ইনিংসে আবারও নজর কেড়েছিলেন। তাঁর মারমুখী ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে এই মরসুমের নিলামের আগেই তাঁকে ধরে রাখে চেন্নাই। আগামী আইপিএলে তাঁকে ওপেনিং ভূমিকায় দেখা যেতে পারে, এমনটাই মনে করছেন অনেকেই।
উর্বিলের ধারাবাহিক ব্যাটিং প্রমাণ করছে, সুযোগ পেলেই তিনি ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। তাঁর এই ইনিংস শুধু রেকর্ডই ভাঙেনি, বরং আগামী মরসুমে আরও বড় মঞ্চে নিজের ছাপ রাখার সম্ভাবনাকেও উজ্জ্বল করেছে।
