
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্টে লজ্জাজনক ৪০৮ রানের পরাজয়ের পর ভারতীয় ক্রিকেটে কোচিং বিতর্ক আরও জোরালো হয়েছে। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর, সরাসরি গৌতম গম্ভীরের দিকে তর্জনী তুললেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তাঁর দাবি, ভারতের বর্তমান পরিস্থিতির পিছনে প্রধান কারণই গম্ভীরের সিদ্ধান্ত ও দলের ভিতরে তাঁর “অতিরিক্ত ক্ষমতা”।
গাভাসকার বলেন, “ভারতীয় ক্রিকেটকে এত খারাপ অবস্থায় কখনও দেখিনি। গম্ভীর বিসিসিআই থেকে সব পেয়েছে। নিজস্ব কেকেআর স্টাফ এনেছে, রোহিত ও কোহলিকে দলে রাখেনি, আর অধিনায়কের চেয়েও বেশি ক্ষমতা ধরে রেখেছে। দলের এই বিপর্যয়ের পুরো কৃতিত্ব তাঁর।”
এই মন্তব্যের পরই ক্রিকেট মহলে আলোচনার ঝড়।
এর আগেও গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দীনেশ কার্তিক। তিনি লেখেন, “ভারতে আগে টেস্ট খেলতে প্রতিপক্ষ ভয় পেত। এখন সেই আধিপত্য নেই। ১২ মাসে দ্বিতীয় হোয়াইটওয়াশ! দেশের মাটিতে শেষ তিন সিরিজের দুটিতে ভারতের পরাজয়। কঠিন সময় চলছে, তাই কঠিন সিদ্ধান্তও লাগবে।”
পরিসংখ্যান বলে, গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ভারত ১৯টি টেস্ট খেলে মাত্র ৭টিতে জিতেছে, ১০টিতে হেরেছে এবং দু’টি ড্র জয়ের হার ৩৭ শতাংশেরও কম। দুর্বল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ছাড়া বড় দলের বিপক্ষে ভারতের রেকর্ড ভীষণ খারাপ। বিশেষভাবে উল্লেখযোগ্য নিজেদের ঘরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ সিরিজ হারা, যা অনেকের কাছেই ভারতীয় ক্রিকেটের ‘সতর্কবার্তা’।
এই পরিস্থিতিতে গম্ভীরকে কোচের পদ থেকে সরানোর জোরালো আলোচনা চলছে। তবে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে পরিস্থিতি আরো খতিয়ে দেখবে বলে সূত্রের দাবি।
একসময়ের শক্তিশালী টেস্ট দল এখনো ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়েই জল্পনা চলছে ক্রিকেটমহলে।
