
আজ বিকাশ ভবনের সামনে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিশেষ ভাবে সক্ষম ২০২২ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভে। সকাল থেকেই মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলা থেকে প্রার্থীরা ভিড় জমান নিজের অধিকার আদায়ের দাবিতে। দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল থাকলেও এবার আলাদা সংগঠিত শক্তি হিসেবে পথে নামলেন তাঁরা। তাদের দাবি, যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় সঠিক সংরক্ষণ বজায় রাখতে হবে এবং ২০১৯ সালের ১০০ পয়েন্ট রোস্টারের পরিবর্তনের ভুল সংশোধন করতে হবে।
প্রার্থীদের মতে, বিশেষ ভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের নিয়ম কার্যকর না হওয়ায় বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছেন। তাই রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ স্থাপন করেন তাঁরা। প্রার্থীরা দাবি তোলেন, নিয়োগ প্রক্রিয়ার অসমতা দূর করতে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। বহুদিনের অপেক্ষার পরও সমাধানের ইঙ্গিত না পাওয়ায় হতাশা আরও বেড়েছে আন্দোলনকারীদের মধ্যে।
বিকাশ ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রার্থীরা ভিতরে ঢুকে আবেদন জমা দিতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপরই শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাকবিতণ্ডা। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে এবং এলাকা জুড়ে জড়ো হতে থাকে সাধারণ মানুষও। পুলিশের কড়াকড়িতে পথ অবরুদ্ধ না হলেও যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
দিনভর টানটান উত্তেজনার পরও প্রশাসনের তরফে আলোচনায় বসার কোনও আশ্বাস মিলেনি। প্রার্থীদের প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ না হলে আন্দোলন আরও তীব্র হবে। তাঁদের স্পষ্ট বার্তা, ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
