
গুলিকাণ্ড মামলায় বিজেপি নেতা অর্জুন সিংকে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় ১৫ ডিসেম্বর পর্যন্ত কোনওভাবেই অর্জুনকে গ্রেফতার করা যাবে না। ফলে আগামী দুই সপ্তাহ ব্যারাকপুরের এই বিজেপি নেতার বিরুদ্ধে কোনও বড় আইনি পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ।
গত সেপ্টেম্বর ব্যারাকপুরের জুট মিল এলাকার ভেতরে ঘটে গিয়েছিল গুলির ঘটনা। রাজ্য সরকারের অভিযোগ—অর্জুন সিংয়ের ব্যক্তিগত রিভলভার থেকেই নাকি গুলি ছোড়া হয়েছিল। তদন্তে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি পুলিশের, যা অর্জুনকে প্রধান অভিযুক্তের জায়গায় বসায়। তবে প্রথম দিন থেকেই অভিযোগকে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে উড়িয়ে দিয়েছে অর্জুন শিবির।
আগের শুনানিতে আদালত অর্জুনকে ৫ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার মুখে ফের মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী জানান, তদন্তের নথি যথাযথভাবে আদালতে উপস্থাপনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন।
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সেনগুপ্তা জানান, বর্তমানে গ্রেফতারের কোনও প্রয়োজনীয়তা নেই। তাই রক্ষাকবচ বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হল। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১২ ডিসেম্বর। ওই দিন কেস ডায়েরি আদালতে জমা দেওয়া হবে, এবং সেই ভিত্তিতেই পরবর্তী নির্দেশ দেবে বেঞ্চ।
আইনজীবী মহলের একাংশের মতে, এই অন্তর্বর্তী সুরক্ষা অর্জুনের পক্ষে বড় স্বস্তি হলেও তদন্ত যে এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে, তা স্পষ্ট। পরবর্তী শুনানিতে নথি-প্রমাণ কতটা শক্তিশালী হয়, তার দিকেই এবার নজর সবার।
অন্যদিকে বিজেপি দাবি করছে হাইকোর্টের এই নির্দেশ আবারও প্রমাণ করল যে অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূল অবশ্য এই নিয়ে নীরব, কারণ বিষয়টি বিচারাধীন।
