
অ্যাশেজের প্রথম টেস্ট মাত্র দু’দিনে শেষ হওয়া সত্ত্বেও পার্থ স্টেডিয়ামের পিচকে ‘খুব ভাল’ বলে রেট দিল আইসিসি। অন্য দিকে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যবহৃত পিচগুলিকে দেওয়া হয়েছে কেবল ‘সন্তোষজনক’ রেটিং। এই দ্বৈত মানদণ্ড নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেটমহলে।
পার্থের ম্যাচে প্রথম দিন পড়েছিল ১৯টি উইকেট। দ্বিতীয় দিন একই পিচে ট্রেভিস হেডের শতরানের দাপটে ম্যাচের গতি বদলে যায়। মাত্র ৮৪৭টি বলের ভিতর ম্যাচ শেষ হলেও ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে পিচকে ‘খুব ভাল’ বলেছেন। তাঁর যুক্তি পিচে ব্যাট ও বলের লড়াই সমান ছিল, বল ব্যাটে ভাল করে আসছিল এবং বাউন্স ছিল ধারাবাহিক। আইসিসি-র নিয়ম অনুযায়ী এগুলিই ‘খুব ভাল’ পিচের মানদণ্ড।
এর বিপরীতে ভারতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট যথাক্রমে তিন ও পাঁচ দিনে শেষ হয়েছিল। দুটিতেই পিচকে ‘সন্তোষজনক’ বলেছে আইসিসি। আরও বিতর্ক তৈরি করে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের পিচ। দুই দলই স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করেছিল। ভারতীয় শিবির বলেছিল এমন পিচ তারা আশা করেনি। যদিও কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, এমন পিচই তারা চাইছিলেন।
পার্থের পিচকে ভারতের থেকেও ভাল বলে আইসিসি যে বার্তা দিল, তা অনেকের কাছেই বিস্ময়কর। কারণ দু’দিনে শেষ হওয়া ম্যাচ সাধারণত পিচের অসমতা বা অতিরিক্ত সুবিধার ইঙ্গিত দেয়। তবুও অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা এই রেটিংকে স্বাগত জানিয়েছেন। বোর্ডের ক্রিকেটপ্রধান জেমস আলসপ বলেন, দুই দলের পেস আক্রমণ, ওঠা-নামা করা ম্যাচ পরিস্থিতি এবং পিচের ধারাবাহিক বাউন্সই দু’দিনে ম্যাচ শেষ হওয়ার কারণ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের পিচ নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে এই রেটিং-দ্বন্দ্ব নিয়ে ক্রিকেট মহল জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা পিচের মান নির্ধারণে আইসিসি কি যথেষ্ট স্বচ্ছতা দেখাচ্ছে?
