
পুরুলিয়া জেলার এসআইআর কাজের স্লথ গতিকে কেন্দ্র করে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। বাংলার ভোট রক্ষা দলীয় কর্মসূচির দায়িত্ব নিয়ে এদিন তিনি পুরুলিয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পৌঁছে দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেন। সেই আলোচনা চলাকালেই জেলার কাজের অগ্রগতি নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী জানান, পুরো জেলায় এখনো পর্যন্ত মাত্র ৫০ শতাংশ এসআইআর কাজ সম্পূর্ণ হয়েছে। হাতে আর অল্প কয়েকদিন সময় থাকলেও কাজের গতি বাড়েনি বলেই তাঁর অভিযোগ। বিশেষত পুরুলিয়া সদর বিধানসভার অন্তর্গত ২ নম্বর ব্লকের পরিস্থিতি আরও খারাপ, যেখানে এখনো ৭৫ শতাংশ কাজ বাকি। তিনি জেলা ও ব্লক নেতৃত্বকে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন।
এদিন তিনি পৌর ও পঞ্চায়েত এলাকার প্রতিটি ওয়ার্ড ও বুথে ক্যাম্প অফিস খোলা হয়েছে কিনা, সেসমস্ত তথ্যও খতিয়ে দেখেন। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বেশ কয়েকজন কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তারা এসআইআর কাজ ঠিকমতো করছেন না। শহর তৃণমূল সভাপতি কাজল ব্যানার্জি বলেন, পৌরসভার অন্তত ছয়জন কাউন্সিলার দায়িত্বশীলভাবে কাজ করছেন না। নিজেদের ভোটের সময় সক্রিয় হলেও বিধানসভা ও লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা দলের কাজে অংশগ্রহণ করেন না।
এরপর মানস ভুঁইয়া হুড়া ব্লক এলাকাও পরিদর্শন করেন। সেখানেও তিনি কাজের অগ্রগতি যাচাই করে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন। তাঁর এই হঠাৎ পরিদর্শন ও ক্ষোভ প্রকাশে প্রশাসন ও দলের কর্মীদের মধ্যে নড়চড় শুরু হয়েছে।
