
হুন্ডাই মোটর ইন্ডিয়া নভেম্বরে শক্তিশালী বিক্রি নথিভুক্ত করেছে। সোমবার সংস্থাটি জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসে তাদের মোট বিক্রি দাঁড়িয়েছে ৬৬,৮৪০ ইউনিটে যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। ২০২৪ সালের নভেম্বরে কোম্পানি ৬১,২৫২ ইউনিট ডিলারদের কাছে পাঠিয়েছিল।
দেশীয় বাজারে চাহিদা স্থিতিশীল থাকায় হুন্ডাইয়ের বিক্রি ৪ শতাংশ বেড়ে হয়েছে ৫০,৩৪০ ইউনিট। গত বছর এই সংখ্যা ছিল ৪৮,২৪৬। বিশেষত SUV ও প্রিমিয়াম সেগমেন্টে ক্রেতাদের আগ্রহ বজায় থাকায় সংস্থার মাসিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছে।
রপ্তানিতেও বড়সড় বৃদ্ধি দেখা গেছে। নভেম্বর মাসে কোম্পানি বিদেশে পাঠিয়েছে ১৬,৫০০ ইউনিট, যা আগের বছরের ১৩,০০৬ ইউনিটের তুলনায় ২৬.৯ শতাংশ বেশি। সংস্থার সর্বভারতীয় উৎপাদন ও রফতানি কৌশলকে শক্তিশালী করার পরিকল্পনার ফলেই এই ঊর্ধ্বগতি, এমনটাই দাবি হুন্ডাইয়ের।
হুন্ডাইয়ের হোল-টাইম ডিরেক্টর ও সিওও তারুণ গর্গ বলেন, জিএসটি ২.০ সংস্কারের পর বাজারে যে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিক্রির গতি বাড়াতে সাহায্য করছে। তিনি আরও জানান, ভারতকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে কোম্পানির প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে রপ্তানিতে ধারাবাহিক বৃদ্ধির ফলে।
অটোমোবাইল শিল্পের সামগ্রিক প্রবণতাও নভেম্বর মাসে ইতিবাচক। উৎসব-পর্বের পরেও বাজারে SUV ও EV সেগমেন্টে টেকসই চাহিদা দেখা যাচ্ছে। হুন্ডাইয়ের Q4 FY25 কর্মক্ষমতা, ভবিষ্যৎ লঞ্চ প্ল্যান, FY30 রোডম্যাপ ও EV কৌশল সব মিলিয়ে সংস্থাটি আগামী কয়েক বছরে আরও আগ্রাসী বাজার প্রসারের লক্ষ্যে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।
ব্যবসায়িক মহল মনে করছে, দেশীয় ও রপ্তানি দুই দিকেই সমান বৃদ্ধি পাওয়া মানে ভারতীয় অটো মার্কেটের সামগ্রিক পুনরুজ্জীবনেরই ইঙ্গিত। হুন্ডাইয়ের মতে, নতুন নিয়মকানুন ও শিল্পবান্ধব নীতির ফলে আগামী মাসগুলোতেও বাজারে একই গতিবেগ বজায় থাকতে পারে।
