
কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর ঘিরে সোমবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে সিইও দফতরে পৌঁছোনোর পরই পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে। আগে থেকেই সেখানে অবস্থান করছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যেরা, যাদের অধিকাংশই তৃণমূলপন্থী বলে দাবি স্থানীয়দের। শুভেন্দুকে লক্ষ্য করে তাঁরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। সেই স্লোগান থেকেই দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
গত কয়েক দিন ধরে বিএলও অধিকার রক্ষা কমিটি সিইও দফতরের সামনে বিক্ষোভ করছে, বিএলওদের বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে। সোমবার শুভেন্দুদের আগমন ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল, ব্যারিকেডও বসানো হয়। কিন্তু সেগুলি ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন থাকলেও স্লোগান ও উত্তেজনা থামেনি।
এই পরিস্থিতির মাঝেই শুভেন্দুর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল সিইও দফতরের ভিতরে ঢুকে বৈঠক শুরু করে। তাঁদের অভিযোগ, বিজেপির কর্মীদের ভোটের প্রস্তুতি ও প্রশাসনিক কাজে নানা বাধা দেওয়া হচ্ছে। সেই বিষয়েই তাঁরা সিইও-র সঙ্গে আলোচনায় বসেছেন বলে দাবি দলে। অন্য দিকে বাইরে ক্রমশই বাড়তে থাকে বিক্ষোভকারীদের ভিড়। পাশাপাশি বিজেপির সমর্থকরাও সেখানে জড়ো হতে শুরু করলে এলাকায় চাপ বাড়তে থাকে।
দু’পক্ষের শ্লোগান যুদ্ধ ও উত্তেজনার মাঝে সাধারণ পথচারীরাও বিপাকে পড়েন। যদিও পুলিশের কড়া নজরদারির ফলে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিইও দফতরের বৈঠক শেষ না হওয়া পর্যন্ত দুই পক্ষই অবস্থান চালিয়ে যাবে বলে জানায় তাদের প্রতিনিধিরা।
