
কেন্দ্র সরকার স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে ৯০ দিনের মধ্যে সব নতুন ডিভাইসে সরকারি সাইবার নিরাপত্তা অ্যাপ ‘সঞ্চার সাথী’ প্রিলোড করার নির্দেশ দিয়েছে। রইটার্সের হাতে আসা সরকারি আদেশে বলা হয়েছে, ব্যবহারকারীদের অ্যাপটি মুছে ফেলার সুযোগ থাকবে না। সাইবার জালিয়াতি, নকল আইএমইআই ও ফোন প্রতারণা রুখতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারের।
ভারত বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারগুলির একটি। জানুয়ারিতে চালু হওয়ার পর থেকে ‘সঞ্চার সাথী’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাত লক্ষেরও বেশি হারানো ফোন উদ্ধার হয়েছে। অক্টোবরেই উদ্ধার হয়েছে ৫০ হাজারের কাছাকাছি ডিভাইস। সরকারের মতে, ডুপ্লিকেট আইএমইআই নিয়ে নেটওয়ার্ক অপব্যবহার দেশের সাইবার সুরক্ষাকে “গুরুতর বিপদের” মুখে ফেলছে।
অ্যাপল, স্যামসাং, ভিভো, অপ্পো ও শাওমি-সহ সব বড় নির্মাতাকে এই নিয়ম মানতে হবে। কিন্তু অ্যাপলের ক্ষেত্রে নির্দেশটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ, কোম্পানির অভ্যন্তরীণ নীতিতে তৃতীয় পক্ষ বা সরকারি অ্যাপ ফোন বিক্রির আগে প্রিলোড করার অনুমতি নেই। ভারতের স্মার্টফোন বাজারে অ্যাপলের শেয়ার ৪.৫ শতাংশ হলেও নীতিগত সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে।
সরকার আরও জানিয়েছে, সরবরাহ চেইনে থাকা ডিভাইসগুলিতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপ পাঠাতে হবে। ‘সঞ্চার সাথী’ অ্যাপ ব্যবহার করে আইএমইআই যাচাই, সন্দেহজনক কল রিপোর্ট ও হারানো ফোন ব্লক করার সুবিধা মিলবে।
এছাড়া ওটিটি যোগাযোগ অ্যাপগুলির ক্ষেত্রেও নতুন নির্দেশ জারি করেছে দূরসংযোগ দফতর (ডট)। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল-সহ সব অ্যাপকে এখন থেকে নিবন্ধনের সময় ব্যবহৃত সিম কার্ডের সঙ্গেই বাধ্যতামূলকভাবে সংযুক্ত থাকতে হবে। বহু-ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে প্রতি ছ’ঘণ্টায় সঙ্গী ডিভাইসগুলো থেকে স্বয়ংক্রিয় লগআউট করতে হবে।
নতুন নির্দেশনা নিয়ে গোপনীয়তা ও নজরদারি আশঙ্কায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।
