
প্রকাশিত পশ্চিমবঙ্গ জুড়ে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার (বিএলও)–দের প্রতি লাগাতার হুমকি, ভীতি প্রদর্শন ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে রাজ্যসভায় জরুরি ভিত্তিতে আলোচনার দাবি তুললেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সোমবার দেওয়া তাঁর চিঠিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে সরকার-নিযুক্ত এই কর্মকর্তাদের মাঠ যাচাই করতে বাধা দেওয়া হচ্ছে, অসত্য বা কাল্পনিক এন্ট্রি উপেক্ষা করতে চাপ দেওয়া হচ্ছে এবং নিয়মিত ভয় দেখানো হচ্ছে যা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলছে।
শমীকের অভিযোগ, রাজ্যের বহু জায়গায় বিএলও-রা নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে এসআইআর (Special Intensive Revision) চলাকালীন তাঁদের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, তা নির্বাচন কমিশনের নির্ধারিত গাইডলাইনকে বিপজ্জনক ভাবে লঙ্ঘন করছে। তিনি কেন্দ্রীয় সরকার ও ভারতের নির্বাচন কমিশনকে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। সাংসদের দাবি, সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর কোনও ধরনের রাজনৈতিক বা বাহ্যিক চাপ বন্ধ করার পদক্ষেপ জরুরি।
তিনি আরও বলেন, নির্বাচনী তালিকা গণতন্ত্রের ভিত্তি, আর সেই প্রক্রিয়া যদি ভয় বা কারসাজির মধ্যে পরিচালিত হয়, তবে জনগণের আস্থা নষ্ট হবে। তাই দ্রুত উচ্চ-পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে, যা আগামী দিনে বড় বিতর্কের জন্ম দিতে পারে।
