
বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর প্রতীকা রাওয়াল, স্নেহ রানা এবং রেণুকা সিং ঠাকুরকে বিশেষভাবে পুরস্কৃত করল ভারতীয় রেল। গ্রুপ ‘বি’ স্পেশাল ডিউটি (স্পোর্টস) অফিসার পদে পদোন্নতি হয়েছে তিন বিশ্বজয়ী কন্যার। যার ফলে গেজেটেড অফিসারের সমতুল্য বেতন ও সুবিধা পাবেন তাঁরা।
বর্তমানে প্রতীকা রাওয়াল সিনিয়র ক্লার্ক, রেণুকা জুনিয়র ক্লার্ক এবং স্নেহ রানা টিকিট ক্লার্ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পদোন্নতির মাধ্যমে তাঁরা আর্থিক নিরাপত্তা ছাড়াও প্রশাসনিক দায়িত্ব পাবেন। রেল কর্তৃপক্ষের মতে, এটি আরও বেশি মহিলাকে ক্রিকেটে আগ্রহী হতে উৎসাহিত করবে।
নভেম্বরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিন ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করেছিলেন। এই পদক্ষেপকে ক্রীড়াজগতে নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
