
মালদহ: এসআইআর (SIR) ইস্যু নিয়ে রাজ্যজুড়ে যখন মতুয়া সম্প্রদায়ের একাংশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বড়সড় বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নাকি উত্তর ২৪ পরগনার জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশ থেকে ধর্মরক্ষার জন্য আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় না ওঠে। আরও দাবি, তাঁর কাছে নাকি সেই ‘কল রেকর্ডিং’-ও রয়েছে।
মালদহের সভা থেকে শুভেন্দু বলেন, “বাংলাদেশ থেকে ধর্মপালনের জন্য আসা হিন্দুদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে এমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার ডিএম-কে বিশেষভাবে বলেছেন। আমার কাছে রেকর্ডিং আছে। এটাই কি মুখ্যমন্ত্রী? উনি হিন্দু বিরোধী।” তাঁর এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়েছে।
তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ খারিজ করে দিয়েছে। দলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আমাদের দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দলনেতা রয়েছেন যিনি সংবিধান পর্যন্ত মানেন না। সংবিধান বলেছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই সমান অধিকার। যে কেউ লুকিয়ে এ দেশে প্রবেশ করলে তিনি অনুপ্রবেশকারী, তিনি হিন্দু হোন বা মুসলমান। নাগরিকত্ব দেওয়ার বিষয়টি ঠিক করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, মুখ্যমন্ত্রী নন।”
এদিকে এসআইআর সংক্রান্ত ঘটনায় রাজ্যে উত্তেজনা বাড়ছে। বহু মতুয়া পরিবারের অভিযোগ, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কমিশনের তরফেও নথি যাচাই নিয়ে নতুন নির্দেশ এসেছে। ঠিক এই পরিস্থিতিতেই শুভেন্দুর এই দাবি রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।
রাজ্য রাজনীতিতে এর প্রভাব কী পড়বে, তা এখনই বলা কঠিন। তবে নির্বাচন সামনে রেখে এই অভিযোগ রাজনীতির তাপমাত্রা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
