‘

মঙ্গলবার নবান্নে অনুষ্ঠিত বৈঠকে নিজের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন-খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান ও প্রকল্পের সাফল্য তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, এসআইআর (SIR) প্রক্রিয়া থেকে শুরু করে জিএসটি সব ক্ষেত্রেই কেন্দ্র রাজ্যকে বঞ্চিত করছে।
মমতা বলেন, এসআইআর ইস্যুতে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভুয়ো ভোটার তৈরির অভিযোগ চাপাতে চাইছে। কেন্দ্রের ভূমিকাকে ‘ফোর্সফুলি চাপিয়ে দেওয়া’ বলে সমালোচনা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “ডিটেনশন ক্যাম্প করে মানুষকে দুর্ভোগে ফেলি না। কেন্দ্রকে বলব, ব্রিটিশ সরকারের মতো জোর করে কিছু চাপাবেন না। রাজ্যের সঙ্গে সরাসরি কথা বলুন।” তাঁর দাবি, তিনি কমিউনাল পলিটিক্স নয়, সেকুলার পলিটিক্স করেন, আর সেটাই বাংলা চায়।
এদিনের বৈঠকে জিএসটি নিয়েও ক্ষোভ ঝাড়েন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্র রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। তবুও নিজস্ব উদ্যোগে কর্মশ্রী, বাংলার বাড়ির মতো প্রকল্প চলছে। তিনি জানান, কৃষকবন্ধু, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ ৯৪টি সামাজিক সুরক্ষা প্রকল্প বর্তমানে চালু রয়েছে। স্বাস্থ্য থেকে শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন ঘটেছে বলে দাবি করেন তিনি।
বিরোধী দলের দাবি, বাংলায় উন্নয়ন হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এদিন কেন্দ্রীয় বঞ্চনা ও নিজস্ব উন্নয়ন-পরিসংখ্যান একসঙ্গে তুলে ধরে সেই অভিযোগেরই পরোক্ষে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য-কেন্দ্র বিরোধ নতুন মাত্রা পেল নবান্নের এই বৈঠকেই।
