
শুধু গৌতম গম্ভীর নন, রাঁচিতে আরও একজনকে পাত্তা দেননি বিরাট কোহলি। রবিবার প্রথম একদিনের ম্যাচ শেষ হওয়ার পর যখন দু’দলের ক্রিকেটাররা সৌজন্য বিনিময় করছেন, সে সময় বিরাট ফিরেও তাকাননি প্রোটিয়া কোচ শুকরি কনরাডের দিকে। তিনি বাকি সকলের সঙ্গে হাসিমুখে করমর্দন করলেও কনরাডকে কার্যত এড়িয়ে গিয়েছেন। তাঁর সামনে দিয়ে হেঁটে বেরিয়ে যান। মুহূর্তটিই নিমেষে ভাইরাল সমাজমাধ্যমে।
গুয়াহাটির দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতীয় দলকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য করেছিলেন কনরাড। মনে করা হচ্ছে, তা নিয়েই ক্ষুব্ধ কোহলি। দক্ষিণ আফ্রিকার কোচ বলেছিলেন, তাঁর দল নাকি ভারতীয়দের “পায়ের তলায় রাখতে” চেয়েছিল। ‘গ্রোভেল’ শব্দটি ব্যবহার করেন তিনি। যা ইংরেজিতে
বর্ণবিদ্বেষমূলক অর্থ বহন করে। ফলে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন সুনীল গাওস্কর, ডেল স্টেন-সহ বহু প্রাক্তনীই।
যদিও ভারতীয় দল প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি, কোহলির আচরণই যেন মাঠের বাইরে সেই আপত্তির জবাব। কনরাডও কোহলির অভিব্যক্তি দেখে হাত বাড়াতে উদ্যোগী হননি। দুই তারকার এই নীরব মুখোমুখি মুহূর্ত ক্রিকেটমহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে শতরানের পর সাজঘরে ফিরেও কোচ গৌতম গম্ভীরকে এড়িয়ে গিয়েছিলেন কোহলি। ফলে জল্পনা আরও ঘনীভূত। ভারতের সাবেক অধিনায়ক কি ইচ্ছাকৃতভাবেই বার্তা দিচ্ছেন, নাকি কেবলই মুহূর্তের আবেগ? যাই হোক, রাঁচীর সেই দৃশ্য এখন ক্রিকেটবিশ্বের নতুন আলোচ্য বিষয়।
