
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইতিহাস সৃষ্টি করল বিহারের ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রতিযোগিতার ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতরান করেছে সে। ৫৮ বলে তিন অঙ্ক ছোঁয়ার পর শেষ পর্যন্ত ৬১ বলে ১০৮ রানে অপরাজিত থেকে যায় বৈভব।
৭ টি চারের পাশাপাশি ৭ টি ছক্কাও মেরেছে বৈভব। তবে তাঁর ব্যাটিং তাণ্ডব সত্ত্বেও ৩ উইকেটে পরাজয় বরণ করতে হয়েছে বিহারকে। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে তারা তুলেছিল ১৭৬ রান। জবাবে ৫ বল বাকি থাকতেই ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় মহারাষ্ট্র। ৩০ বলে ৬৬ রান করে ম্যাচের সেরা পৃথ্বী শাহ্।
অন্যদিকে চোট সারিয়ে মাঠে ফিরেই জ্বলে উঠলেন হার্দিক পাণ্ডিয়া। হায়দ্রাবাদে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে পাঞ্জাবের দেওয়া ২২৩ রানের পর্বতসম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। মেরেছেন ৭ টি চার এবং ৪ টি ছক্কা। হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যেই ৫ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় ছিনিয়ে নেয় বরোদা।
পাশাপাশি বল হাতে একটি উইকেটও তুলে নিয়েছেন হার্দিক (১/৫২)। তাঁর এই পারফরম্যান্স যে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবকে স্বস্তিতে রাখবে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, এশিয়া কাপের সুপার ফোরে চোট পেয়েছিলেন হার্দিক। এর জেরে এশিয়া কাপের ফাইনাল তো বটেই এমনকি গত অস্ট্রেলিয়া সফর থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।
