
সংসদে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) নিয়ে আলোচনার দাবিতে সরকার ও বিরোধী দলের মধ্যে অনুষ্ঠিত বৈঠক মঙ্গলবার কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআই(এম) এবং আপ–এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, SIR নিয়ে আলোচনা অবশ্যই হবে, তবে বিরোধীরা সময়সীমা বেঁধে দিতে পারে না।
বৈঠকের পরে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, সরকার বুধবার লোকসভায় এবং পরে রাজ্যসভায় আলোচনা করানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা এড়িয়ে যাচ্ছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশও বলেন, সরকারের আচরণে ‘অবিশ্বাসের দেয়াল’ এতটাই পুরু হয়েছে যে তা আর পেরোনো সম্ভব নয়।
রাজ্যসভায় SIR নিয়ে আলোচনার দাবিতে তৃণমূল, কংগ্রেস ও ডিএমকে সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, সির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কমপক্ষে ২৮ জন ব্লক লেভেল অফিসারের মৃত্যু হয়েছে এ বিষয়টি জরুরি ভিত্তিতে আলোচিত হওয়া উচিত।
এ ছাড়া বিরোধীরা অভিযোগ করেন, নিয়ম ২৬৭–এর অধীনে যেসব নোটিস দেওয়া হয়েছে, সেগুলোর তালিকা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন পাঠ করছেন না যা সংসদের দীর্ঘদিনের রীতি। বিরোধীদের অভিযোগ, সরকার প্রথমে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সারতে চাইছে এবং সির নিয়ে বিতর্ককে আগামী সপ্তাহে ঠেলে দিতে আগ্রহী, যখন সময় প্রায় ফুরিয়ে যাবে।
SIR প্রসঙ্গ নিয়ে সরকার ও বিরোধীদের এই অচলাবস্থা শীতকালীন অধিবেশনের গতিও শ্লথ করে দিয়েছে।
