
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন। সফরের ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে তাঁর প্রশংসা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পুতিন স্পষ্ট বলেছেন, “চাপের সামনে নতিস্বীকার করার মানুষ নন প্রধানমন্ত্রী মোদী।” মার্কিন শুল্কনীতি এবং আন্তর্জাতিক চাপ নিয়ে প্রশ্নের উত্তরে রুশ প্রেসিডেন্ট জানান, মোদীর নেতৃত্বে ভারত নিজের সিদ্ধান্তে স্থির থাকে, এটাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
ভারতকে ‘বন্ধু দেশ’ বলে অভিহিত করে পুতিন জানান, এই সফরে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হবে। মহাকাশ গবেষণা, পরমাণু শক্তির ব্যবহার, জাহাজ ও বিমান নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, একাধিক ক্ষেত্রে ভারত–রাশিয়ার ভবিষ্যৎ সহযোগিতাকে আরও শক্তিশালী করার দিকে দৃষ্টি থাকবে বলে ইঙ্গিত দেন তিনি।
মোদীর নেতৃত্বের প্রসঙ্গে পুতিন বলেন, ভারত আজ বিশ্বের দ্রুত বেড়ে ওঠা অর্থনীতিগুলির অন্যতম, যার বৃদ্ধির হার ৭.৭ শতাংশ। তাঁর মতে, এই সাফল্য স্পষ্টভাবে মোদী সরকারের নীতির ফল। সমালোচনার জায়গা থাকলেও ফলাফলই সব বলে দেয়, এমন মন্তব্যও করেন তিনি।
গত সেপ্টেম্বরে চিনে এসসিও সম্মেলনে মোদীর সঙ্গে নিজের গাড়িতে ঘোরার ঘটনাও স্মরণ করেন পুতিন। তিনি জানান, সেটি কোনও প্রদর্শনীর অংশ ছিল না, বরং ব্যক্তিগত বন্ধুত্বের প্রকাশ। সেই ছোট সফরেই তাঁরা সম্মেলনের নানা কর্মসূচি নিয়ে আলোচনা সেরে নেন।
এদিকে, পুতিনের আগমনকে কেন্দ্র করে দিল্লিতে পাঁচস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাশিয়া থেকে আগাম পৌঁছে গেছেন প্রায় ৫০ জন শীর্ষ নিরাপত্তাকর্মী। দিল্লি পুলিশ, এনএসজি এবং রুশ নিরাপত্তা কর্তারা যৌথভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিনের আগমনের সঙ্গে সঙ্গে দিল্লির নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে সূত্রে খবর।
