
কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে ইএম বাইপাস লাগোয়া আনন্দপুরের গুলশন কলোনিতে একটি রঙের গুদামে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ ও নানা ধরনের রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। সকাল ১০টার পর প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
রঙের গুদামে থাকা রাসায়নিকের কারণে সাধারণ জল ব্যবহার করলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দমকলকর্মীরা বিশেষ রাসায়নিক মিশ্রিত জল ব্যবহার করছেন। ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ আগুন লাগায় প্রবল আতঙ্ক তৈরি হয়। গুদাউনের উপরের তলায় এবং আশপাশের বহুতলে বহু পরিবার থাকেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয়রা দ্রুত তৎপর হয়ে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেন।
দমকল সূত্রে খবর, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাহ্য পদার্থের কারণে ধোঁয়া ঘন হয়ে উঠছে, ফলে দমকলকর্মীদেরও কাজ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা গুদামের ভিতরে থাকা রাসায়নিক পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
এলাকার বাসিন্দাদের এখনই গুদামসংলগ্ন অংশে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। আশপাশের রাস্তায় যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। দুর্ঘটনার পর বহু লোক আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় কাউন্সিলরও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
এই ঘটনায় মানুষের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে বহু পরিবার নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। দমকলকর্মীরা জানান, আগুনের উৎসস্থল চিহ্নিত করার পাশাপাশি দ্রুত নিয়ন্ত্রণে আনাই এখন প্রধান লক্ষ্য।
