
বিশ্বব্যাপী অস্থিরতা ও অনিশ্চয়তার আবহেও ভারত আজ আলাদা পথে এগোচ্ছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাজধানীতে আয়োজিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট (HTLS) ২০২৫–এ তাঁর মূল বক্তৃতায় তিনি বলেন, “বিশ্বের বহু সংকটের মধ্যেও ভারত আজ আলাদা লিগে রয়েছে।”
মোদির বক্তব্য, ২১ শতকের প্রথম ২৫ বছরেই বিশ্ব আর্থিক মন্দা, মহামারি, ভূরাজনৈতিক সংঘাতসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। “আগে সংস্কার হতো প্রতিক্রিয়ায়, কোনও সংকট দেখা দিলেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হতো। আজ সংস্কার হয় লক্ষ্যভিত্তিক, সুপরিকল্পিত, এবং দেশ–প্রথম নীতিকে সামনে রেখে,” মন্তব্য প্রধানমন্ত্রীর।
সম্প্রতি প্রকাশিত দ্বিতীয় ত্রৈমাসিকের ৮ শতাংশ জিডিপি বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি জানান, এটি কেবল সংখ্যা নয়, বরং ভারতের স্থিতিশীল অর্থনীতির শক্তি এবং বিশ্ববাজারে দেশটির ক্রমবর্ধমান ভূমিকার প্রমাণ। তাঁর কথায়, “এই বৃদ্ধির হার প্রমাণ করছে যে ভারত এখন বৈশ্বিক অর্থনীতির প্রধান চালিকা শক্তিগুলির একটি।”
গ্রামাঞ্চল, পূর্বোত্তর রাজ্য, টিয়ার–২ ও টিয়ার–৩ শহর, নারীশক্তি ও নতুন অর্থনীতি, এই মিলিত শক্তিই ভারতের উন্নয়নকে নতুন গতিতে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা আজ ক্ষুদ্রতম অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে, যার প্রভাব সর্বত্র দৃশ্যমান, এ কথাও জোর দিয়ে বলেন মোদি।
নারীশক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, “আমাদের কন্যারা আজ প্রতিটি ক্ষেত্রে কৃতিত্ব দেখাচ্ছেন। বাধা দূর হলে তাদের সাফল্যের পরিসরও বিস্তৃত হয়।” মহাকাশক্ষেত্রকে বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্তের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।
কর ব্যবস্থায় পরিবর্তনের বিষয়েও প্রধানমন্ত্রী বলেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য কর, একসময় যা অকল্পনীয় মনে হতো, আজ বাস্তবে পরিণত হয়েছে। অতীতের ‘হিন্দু রেট অব গ্রোথ’ সংজ্ঞাকে তিনি “দাস–মানসিকতার ফল” বলে আখ্যা দেন এবং প্রশ্ন তোলেন, “আজ ভারতের দ্রুত বৃদ্ধিকে কি কেউ সেই নামে ডাকে?”
সামিটের ‘ট্রান্সফর্মিং টুমরো’ থিমকে তিনি ভারতের পরিবর্তিত চিন্তা ও নীতির প্রতিফলন বলেই অভিহিত করেন।
