
বছরের শেষের বড়দিনে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য আসছে এক বিশেষ উপহার ‘প্রজাপতি ২’। ছবির ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে জানা গেল, এটি আগের ছবির ধারাবাহিক নয়, বরং একটি নতুন আবেগের অধ্যায়। দেব এবার পর্দায় দেখা যাবে একজন ‘সিঙ্গল ফাদার’ হিসেবে, লন্ডনে মেয়েকে নিয়ে একাকী সংসার করছেন। রান্নাঘরের ধোঁয়া, সন্তানের যত্ন, দূরদেশে থেকেও দেশের বাবা-মায়ের খোঁজ সবকিছু মিলিয়ে দেবের চরিত্র যেন দায়িত্ব আর ভালোবাসার নিঃশব্দ লড়াই।
ছবিতে দেবের জীবনে প্রবেশ করেন মিঠুন চক্রবর্তী, যার চরিত্র মূলত ছেলের বিয়ের কারণে গল্পে আসে। তবে এই আনন্দের সঙ্গে শুরু হয় দুই বাবার মধ্যে আবেগের সংঘাত ও প্রজন্মের দূরত্বের গল্প। ট্রেলারের ইঙ্গিত স্পষ্ট করে দেয়, এটি কেবল বিয়ের গল্প নয়; দুই প্রজন্মের বাবা-মার ভালোবাসা, অহংকার ও প্রত্যাশার এক মিশ্রণ।
দেব ও মিঠুন ছাড়াও ছবিতে আছেন ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং অনুমেঘা কাহালি। বিশেষভাবে জ্যোতির্ময়ী কুণ্ডু বড়পর্দায় অভিষেকের জন্য তৈরি, যা ছবির প্রতি কৌতূহল আরও বাড়িয়েছে।
পরিচালক অভিজিৎ সেন ট্রেলারের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন পিতৃত্বের কোনো বয়স বা স্থান নেই। সন্তানের সুখের জন্য বাবা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। ‘প্রজাপতি ২’ তাই শুধুই সিনেমা নয়, এটি বাবা-মায়ের ভালোবাসা, দায়িত্ব ও সম্পর্কের গভীর বার্তা।
ছবির মাধ্যমে বড়দিনে দর্শকরা পাবে আবেগের এক মৃদু কিন্তু শক্তিশালী উড়ান বয়স, দূরত্ব, সমস্যা যতই থাকুক, সন্তানের সুখই সর্বোচ্চ। ‘প্রজাপতি ২’ বাংলা সিনেমার পর্দায় পিতৃত্ব ও সম্পর্কের নতুন অধ্যায় খুলে দিচ্ছে।
