
বেঙ্গালুরু: বিরাট কোহলিকে যেন কোনওভাবেই থামানো যাচ্ছে না। আন্তর্জাতিক মঞ্চ হোক বা ঘরোয়া ক্রিকেট, ব্যাট হাতে নামলেই রানের ফুলঝুরি। পুরনো সেই চেনা ‘রানমেশিন’ মেজাজে ফিরেছেন কিং কোহলি, যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। নিউজিল্যান্ড সফরের আগে তাঁর এই দুরন্ত ফর্ম নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার জন্য বড় স্বস্তির খবর।
বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলতে নেমে ফের নিজের জাত চেনালেন বিরাট। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই করলেন দুরন্ত সেঞ্চুরি, ১৩১ রানের ঝকঝকে ইনিংস। পরের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে এল আরও একটি কার্যকর ইনিংস, ৭৭ রান। এর ফলে লিস্ট এ ক্রিকেটে টানা ছ’ম্যাচে হাফসেঞ্চুরির নজির গড়লেন তিনি, যার মধ্যে রয়েছে তিনটি শতরান। ধারাবাহিকতা আর ক্লাস, দু’য়েরই নিখুঁত মেলবন্ধন যেন কোহলির ব্যাটে।
পরিসংখ্যান বলছে, শেষ ছ’টি লিস্ট এ ম্যাচে কোহলির রান যেন পাহাড়সম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ রানের ইনিংসের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দু’ম্যাচে করেন ১৩৫ ও ১০২। এরপর অপরাজিত ৬৫ রানের ইনিংস। ঘরোয়া ক্রিকেটে ফিরেও সেই ছন্দ বজায় রেখে বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৩১ এবং গুজরাতের বিরুদ্ধে ৭৭ রান করেন তিনি।
যেখানে কোহলি রানের মধ্যে রয়েছেন, সেখানে এদিন ব্যর্থ হলেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন হিটম্যান। তবুও আলোচনার কেন্দ্রে বিরাটই, কারণ তাঁর ব্যাটই বলে দিচ্ছে, ২০২৭ বিশ্বকাপের আগে এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে কিং কোহলির।
