
নতুন বছরের উৎসবের আগে রাজধানী দিল্লিতে অপরাধ দমনে বড়সড় অভিযান চালিয়েছে পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় রাতভর তল্লাশি ও চিরুনি চালিয়ে ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, নতুন বছরের জমায়েতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে ৫০৪ জনকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন ও জুয়া আইনে একাধিক মামলা রুজু হয়েছে। ১১৬ জন তালিকাভুক্ত দাগি অপরাধী, ১০ জন সম্পত্তি-সংক্রান্ত অপরাধী এবং ৫ জন অটো-লিফটার ধরা পড়েছে। এছাড়াও, চুরি ও ছিনতাই রুখতে অভিযানকালে ৩১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানের বড় সাফল্য ছিল ২১টি দেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড কার্তুজ এবং ২৭টি ধারালো ছুরি উদ্ধার। পাশাপাশি, নতুন বছরের আগে বাজারে ছাড়ার জন্য রাখা মাদক ও বেআইনি মদও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ি চুরি চক্রের বিরুদ্ধে পদক্ষেপে ২৩১টি দুই-চাকার যান এবং একটি চার-চাকার গাড়ি উদ্ধার করা হয়েছে।
মোট ১,৩০৬ জনকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, নতুন বছরের উৎসব ও ভিড়ের সময় অপরাধ প্রবণতা রোধ করাই এই অভিযান পরিচালনার মূল লক্ষ্য।
অভিযানটি শুধুমাত্র অপরাধ দমন নয়, বরং রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্তিশালী বার্তা। পুলিশ সূত্রের মতে, এ ধরনের আগাম ও কড়া ব্যবস্থা নতুন বছরের উৎসবে রাজধানীকে আরও নিরাপদ রাখতে সাহায্য করবে।
এই অভিযান দেখিয়েছে, রাজধানী দিল্লিতে পুলিশ কঠোর ও পরিকল্পিতভাবে অপরাধ দমনে সক্রিয়, যাতে নতুন বছরের আনন্দে ভিড়ের মাঝে কেউ আইন ভঙ্গ করতে না পারে।
